২ ডিসেম্বর, ২০২৪

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

16px

ঢাকা: রাজধানীর উত্তরায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে ধারালো অস্ত্রসহ সাত কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) ভোরে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রাতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, উত্তরার জমজম টাওয়ার এলাকা থেকে হাউস বিল্ডিং যাওয়ার জন্য ভুক্তভোগী আলমগীর হোসেন ও তার বন্ধু গত ১২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে একটি অটোরিকশা নেন। তখন জমজম টাওয়ার থেকে হাউস বিল্ডিং যাওয়ার কথা বলে গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের এক সদস্যও ওই রিকশাতে ওঠেন।

পথিমধ্যে হাউস বিল্ডিং এলাকায় পৌঁছালে ওই কিশোর তাদেরকে কৌশলে ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডের শুটিং হাউজের পেছনে নিয়ে যায়। সেখানে কিশোরগ্যাংয়ের ৭-৮ জন পূর্ব হতে অবস্থান করছিল।

একপর্যায়ে কিশোরগ্যাংয়ের সদস্যরা আলমগীর ও তার বন্ধুকে জোরপূর্বক লেক বাউন্ডারির ভেতর নির্জন জায়গায় ধারালো চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা ১৯ হাজার ৬০০ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ